Site icon Jamuna Television

মাছের সাথে এ কেমন শত্রুতা?

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের গুরুদাসপুরে সাইফুল ইসলাম নামে এক মাছ চাষীর ৬ বিঘা পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর রাতে উপজেলার মাহমুদপুর গ্রামের এ ঘটনা ঘটে।

পুকুরের মালিক সাইফুল ইসলাম জানান, তার ৬ বিঘা পুকুরে ছোট থেকে বড় সব ধরনের মাছ ছিল। মাছ বড় হওয়ায় বিক্রিরও প্রস্তুতি নিচ্ছিল সে। ঘটনার দিন ভোর রাতে পাহারাদার খবর দিলে পুকুরে এসে মাছগুলো মরে ভেসে উঠতে দেখেন তিনি।

পরে পুকুর পাড়ের চারদিক খোঁজাখুঁজির পর গ্যাস পুকুরে ট্যাবলেট প্রয়োগ করার আলামত দেখতে পান তিনি। এতে তার প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন সাইফুল। দুর্বৃত্তদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার ওসি মো. মোনোয়ারুজ্জামান বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএস/এটিএম

Exit mobile version