Site icon Jamuna Television

আমাকে হত্যার চেষ্টা করা হচ্ছে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান অভিযোগ করেছেন, তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে। নির্বাচনী প্রচারণার সময় তাকে টার্গেট করা হতে পারে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বলেন, আগামী ১৫-২০ দিনের মধ্যে দেশে বড় ধরনের সহিংসতা করতে পারে ষড়যন্ত্রকারীরা। রাজনীতিকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের চেষ্টা চলছে। কিন্তু তারা সফল হবে না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে উল্লেখ করে শামীম ওসমান বলেন, মানুষ কেন্দ্রে গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এ সময় সংবাদ সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএন

Exit mobile version