নির্যাতন আর প্রতারণার শিকার হয়ে সৌদি আরব থেকে ফিরে এসেছেন আরও ৩৪ জন নারী কর্মী। স্বচ্ছলতার আশায় বিদেশ পাড়ি দিয়ে দীর্ঘদিন কাজ করেও কোন বেতন না পাওয়ার অভিযোগ করেন তারা।
মঙ্গলবার রাতে এয়ার এরাবিয়ার একটি বিমানে বাংলাদেশে আসেন ভুক্তভোগী এই সব নারী শ্রমিক। তারা জানান, উচ্চ বেতনের আশায় সৌদি আরব গিয়ে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হয়েছেন।
অনেকে দুই বছরেরও বেশি সময় কাজ করে কোন বেতন না পাবার অভিযোগ করেন। বাংলাদেশের আরও অনেক নারী শ্রমিক সৌদি আরবে মানবেতর জীবনযাপন করছে বলে জানিয়েছেন ফিরে আসা এসব নারী।

