Site icon Jamuna Television

গাজার ধ্বংসস্তূপ থেকে ১৬০ মরদেহ উদ্ধার

গাজায় ধ্বংসস্তূপ সরিয়ে ২৪ ঘণ্টায় উদ্ধার হয়েছে ১৬০টি মরদেহ। প্রায় দুই মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এ নিয়ে প্রাণহানি ছাড়ালো ১৫ হাজার। এরমধ্যে, ৬ হাজারের বেশি শিশু এবং ৪ হাজারের ওপর নারী। খবর আল জাজিরার।

আশঙ্কা করা হচ্ছে, গাজায় এখনও সাড়ে ছয় হাজারের মতো মানুষ নিখোঁজ। যে তালিকায় ৫ হাজারের মতো নারী ও শিশু। ধ্বংসস্তূপের নিচে তারা চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

চলমান যুদ্ধবিরতিতে ক্রমেই বেরিয়ে আসছে গাজায় ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র। একদিকে অত্যাধুনিক সরঞ্জামের অভাব। পাশাপাশি ইসরায়েলি আগ্রাসনের কারণে উদ্ধার অভিযানের গতি ছিল না। যুদ্ধবিরতির সুযোগে বিধ্বস্ত উপত্যকায় মরিয়া হয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন জরুরি বিভাগের সদস্যরা। হামলায় পুরোপুরি বিধ্বস্ত ৫০ হাজার বাড়িঘর। ক্ষতিগ্রস্ত ৩ লাখ বসতভিটা।

এসজেড/

Exit mobile version