Site icon Jamuna Television

অস্ত্রপচার শেষ, কেমন আছেন পিয়া?

অস্ত্রপচার শেষ হয়েছে ভারতীয় অভিনেতা পরমব্রত চট্টপাধ্যায়ের স্ত্রী পিয়া চক্রবর্তীর। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতেই একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রপচার শেষ হয় তার। আপাতত পিয়ার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

পরমব্রত চট্টপাধ্যায় এবং তার সদ্য বিবাহিত স্ত্রী পিয়া চক্রবর্তীকে নিয়ে আলোচনার শেষ নেই। নিকটতম বন্ধু অনুপম রায়ের সাবেক স্ত্রী পিয়াকে ভালোবেসে গত সোমবার (২৭ নভেম্বর) বিয়ে করেন এই অভিনেতা। তবে বিয়ের পরদিন মঙ্গলবারই হাসপাতালে ভর্তি হতে হয় পিয়াকে।

জানা গেছে, বিয়ের দিন অর্থাৎ সোমবার মধ্যরাতে হঠাৎ কোমর, পিঠে যন্ত্রণা শুরু হয় পিয়ার। কিছু দিন আগেই কিডনিতে পাথর ধরা পড়েছিল পিয়ার। সেই যন্ত্রণাতেই মধ্যরাতে কাহিল হয়ে পড়েছিলেন তিনি। তাই পরদিন দুপুরেই হাসপাতালে নেয়া হয়।

জানা গেছে, সন্ধ্যার দিকে অস্ত্রোপচার হয় পিয়ার। স্থানীয় সময় রাত সাড়ে ৮টা নাগাদ অস্ত্রোপচার শেষ হয়। অস্ত্রোপচার সফল হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, পিয়া স্থিতিশীল আছেন। পুরোপুরি সুস্থ হতে ঠিক কত দিন লাগবে, তা এখনও জানা যায়নি।

এসজেড/

Exit mobile version