Site icon Jamuna Television

বিশ্বকাপে ব্যর্থতার কারণ খুঁজতে বিসিবি’র তিন সদস্যের তদন্ত কমিটি

ছবি: সংগৃহীত

সদ্য সমাপ্ত বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। সেমির স্বপ্নে বিভোর টাইগার সমর্থকদের দেখতে হয় এক দুঃস্বপ্নের বিশ্বকাপ। টাইগার অধিনায়ক সাকিব আল হাসান নিজেও অকপটে স্বীকার করেছেন যে, এটি বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ। কেনই বা হবে না। নেদারল্যান্ডসের মতো দুর্বল দলের কাছেও অসহায় আত্মসমর্পন করে সাকিব আল হাসানের দল।

বিশ্বকাপ শেষ হওয়ার ১০ দিন পেরিয়ে যাওয়ার পর হঠাৎ টনক নড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরমেন্সের কারণ খতিয়ে দেখতে তারা তিন সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে। এই কমিটির সদস্য বিসিবির তিন পরিচালক এনায়েত হোসেন, মাহবুব আনাম ও আকরাম খান।

আজ বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিটির মূল লক্ষ্য বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরমেন্সের কারণ খুঁজে বের করা এবং তা ক্রিকেট বোর্ডে পেশ করা।

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ৮ম স্থান থেকে শেষ করেছে বাংলাদেশ। ৯ ম্যাচ খেলে বাংলাদেশ দলের জয় মাত্র ২টি। শুধু আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারাতে পেরেছে সাকিব আল হাসানের দল। শ্রীলঙ্কার বিপক্ষে জয়টি বাংলাদেশকে ২০২৫ সালে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ করে দেয়।

/আরআইএম

Exit mobile version