Site icon Jamuna Television

রাজশাহীতে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আহত ১

রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বিস্ফোরিত ককটেলের স্প্রিন্টারের আঘাতে আদালত চত্বরে দাঁড়িয়ে থাকা একজন আহত হয়েছেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বুধবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আদালতের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। আদালতের পাশের রাস্তা থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে আদালত চত্বর ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম বলেন, বিস্ফোরণের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে কাজ করছেন তারা।

এএস/

Exit mobile version