Site icon Jamuna Television

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, হতে পারে ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে এটি বাংলাদেশে আঘাত হানবে কিনা তা এখনই বলা যাচ্ছে না।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

সেখানে বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থান করছে।

বলা হচ্ছে, এই লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তর হলে এর নাম হবে ‘মিগজাউম’। এই নাম মিয়ানমারের দেয়া।

এসজেড/

Exit mobile version