Site icon Jamuna Television

১২ঘণ্টা পর শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু

স্টাফ রিপোর্টার, মাদারীপুর

পদ্মা নদীতে গত ২৪ ঘণ্টায় ২০ সে.মি পানি হ্রাসসহ গত ৪দিনে ৯৫ সে.মি. পানি কমে নাব্যতা সংকট আরো প্রকট হয়েছে। এদিকে ১২ ঘণ্টা পর আজ বুধবার সকাল ৮ টা থেকে সীমিত আকারে কোনমতে হালকা যানবাহন নিয়ে ৩/৪ টি ছোট ও মাঝারী ফেরি চলাচল শুরু হয়েছে। এসকল ফেরিতে এ্যাম্বুলেন্সসহ জরুরী যানবাহন পারাপার করা হচ্ছে।

অপরদিকে ফেরি চলাচলে ব্যাহত হওয়ায় উভয় ঘাটে ৮ শতাধিক যানবাহন আটকে পড়ে। এতে যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট ম্যানেজার আঃ সালাম বলেন, ১২ ঘণ্টা বন্ধ থাকার পর হালকা যানবাহন নিয়ে কয়েকটি ফেরি চলাচল শুরু করা হয়েছে। নাব্যতা সংকট নিরসনে ড্রেজিং চলছে। সংকট নিরসন না হওয়া পর্যন্ত দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী যাত্রী ও যানবাহনগুলো এ রুট বাদ দিয়ে বিকল্প রুট ব্যবহার করলেই ভোগান্তি এড়াতে পারবেন। এ সময়ে তাদের বিকল্প রুট ব্যবহার করা উচিত।

Exit mobile version