Site icon Jamuna Television

ইলন মাস্ককে গাজা পরিদর্শনের আমন্ত্রণ জানালো হামাস

ইলন মাস্ককে গাজা পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছে হামাস। গাজায় ইসরায়েলি বহর কী পরিমাণ তাণ্ডব চালিয়েছে, তা দেখতে তাকে এই আমন্ত্রণ জানানো হয়। বুধবার (২৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

গত সোমবার ইসরায়েলের কিবুৎস ভ্রমণ করেছিলেন ইলন মাস্ক। তারই প্রেক্ষিতে খ্যাপাটে এই টেক জায়ান্টকে আমন্ত্রণ জানান সংগঠনটির সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান। লেবাননের বৈরুতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। বলেন, মাত্র ৫০ দিনে ইসরায়েল প্রায় ৪০ হাজার টন বোমা ফেলেছে গাজা উপত্যকায়। বিধ্বস্ত করেছে লাখ লাখ মানুষের বাড়ি-ঘর। উপত্যকাটি এক প্রকার ধ্বংসই করে দিয়েছে তারা।

এর আগে, নিজ মালাকানাধীন সামাজিক মাধ্যম ‘এক্স’এ ইহুদী বিদ্বেষী এক পোস্টকে সমর্থন জানান ইলন মাস্ক। যার রেশ ধরে মাধ্যমটিতে বিজ্ঞাপন দেয়া বন্ধ করে দেয় বড় বড় কোম্পানি। ফলে ব্যাপক লোকসান গুনতে হয়েছে ইলন মাস্ককে।

/এএম

Exit mobile version