Site icon Jamuna Television

জনগণকে সাথে নিয়ে আ. লীগ নির্বাচনে যাবে: নাছিম

জনগণই আওয়ামী লীগের মূল চালিকাশক্তি, জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ নির্বাচনে যাবে এবং শেখ হাসিনাকে নৌকা উপহার দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্রে লিপ্ত। দেশের জনগণই নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করার মাধ্যমে তাদেরকে উচিৎ শিক্ষা দিবে।

বিজয়ী হলে জনগণকে দেয়া প্রতিশ্রুতি পালনে এ সময় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বাহাউদ্দিন নাছিম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি। বর্তমানে ওই আসনের সংসদ সদস্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

/এমএন

Exit mobile version