Site icon Jamuna Television

মধ্যরাতে রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৪

রাতের ফাঁকা ঢাকায় বেপরোয়া গতির কারণে আবারও সড়ক দুর্ঘটনা ঘটেছে। বুধবার (২৯ নভেম্বর) মধ্যরাতে কয়েক ঘণ্টার ব্যবধাণে দুটি দুর্ঘটনা হয় রাজধানীতে। এতে কোনো প্রাণহানি না হলেও, আহত হয়েছেন ৪ জন। দুর্ঘটনার ফলে দুমড়ে-মুচড়ে গেছে গাড়িগুলো। সেই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক বিভাজকও।

বুধবার রাত ১টা নাগাদ বনানী এলাকায় একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয় বেপরোয়া গতির একটি প্রাইভেটকার। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি। এতে ক্ষতিগ্রস্ত হয় ওই প্রাইভেটকারও। এ ঘটনায় আহত হন ট্রাক চালকের দুই সহকারী। পরে পুলিশ এসে ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এর কয়েক ঘণ্টা পর ভোর সাড়ে ৪টায় খিলক্ষেত এলাকায় হয় আরেকটি দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতি নিয়ে উত্তরার দিক থেকে আসার পথে নিয়ন্ত্রণ হারায় প্রাইভেটকারটি। এক পর্যায়ে, রাস্তার পাশে ফুটপাতে ধাক্কা লেগে সেটি ৫০ গজ দূরত্বে ছিটকে যায়।

দুর্ঘটনার সময় প্রাইভেটকারে পাঁচজন থাকলেও এক আরোহী আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

রাতের ঢাকায় গাড়ির বেপরোয়া গতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন, সচেতন নাগরিকরা।

এসজেড/

Exit mobile version