Site icon Jamuna Television

গাজীপুরে বাস ও ২ কাভার্ডভ্যানে আগুন

গাজীপুর কাশিমপুরের জিরানী বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুবৃত্তরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। একই জেলায় আরও দুটি কাভার্ডভ্যানে আগুন দেয়ার খবর পাওয়া গেছে।

কাশিমপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হাসান আলী জানান, সকাল ৯টা ৫০ মিনিটে জিরানী বাজারে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ইতিহাস পরিবহনের বাসটি চন্দ্রা থেকে রাজধানীর উদ্দেশে ছেড়ে আসে। বাসটি জিরানী বাজার এলাকায় পৌঁছলে হঠাৎ পেছনে আগুন দেখতে পায় যাত্রীরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় বাসটি। যাত্রীদের দাবি, দুর্বৃত্তরা বাসটিতে আগুন লাগিয়ে কৌশলে সটকে পড়ে।

এর আগে, সকাল সোয়া ৬টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ঝাজর এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

/এএম

Exit mobile version