Site icon Jamuna Television

অনুমতি না পেলেও শনিবার সমাবেশ করবে বিএনপি: ফখরুল

অনুমতি না পেলেও ২৯ সেপ্টেম্বর বিএনপির সমাবেশ হবেই বলে ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সমাবেশ থেকে আন্দোলন-নির্বাচনের দিক-নির্দেশনা দেয়া হবে বলেও জানান তিনি।

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের পরামর্শে ২৭ থেকে ২৯ তারিখে নিয়ে যাওয়া হয়েছে সমাবেশ। কিন্তু এখনও অনমুতি মেলেনি। তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যে সহিংসতার আভাস পাওয়া যাচ্ছে। তিনি অভিযোগ করেন, সমাবেশ নিয়ে সংঘাতময় বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগ নেতারা।

Exit mobile version