Site icon Jamuna Television

রোববার থেকে আবারও বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ

সরকার পদত্যাগের এক দফা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, খালেদা জিয়াসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে আবারও অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। রোববার (৩ ডিসেম্বর) ভোর ৬টায় শুরু হয়ে ৪৮ ঘণ্টার অবরোধ চলবে মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন।

এর আগে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর)। আর দেশজুড়ে বিএনপির অষ্টম দফায় ডাকা ২৪ ঘণ্টার অবরোধ চলে বুধবার (২৯ নভেম্বর) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত।

/আরএইচ/এমএন

Exit mobile version