Site icon Jamuna Television

মনোনয়ন ফরম জমা দিলেন বদির পুত্র দাবি করা যুবক

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের আলোচিত আসন (উখিয়া-টেকনাফ) থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাবেক এমপি আবদুর রহমান বদির পুত্র দাবি করা এক যুবক। ওই যুবকের নাম মুহাম্মদ ইসহাক (২৯)।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কক্সবাজার রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

বদির পুত্র দাবিদার ইসহাক বলেন, আমার নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত সন্তানের অধিকার ফিরে পাওয়ার একটা পদক্ষেপ। যদি আমার বাবা (আবদুর রহমান বদি) আমাকে সন্তানের অধিকার দেয় তাহলে আমি নির্বাচনে অংশ নিব না।

তিনি আরও বলেন, আমি তিনবছর যাবৎ চেষ্টা করে যাচ্ছি সন্তানের অধিকার পাওয়ার জন্য। কিন্তু আমি এখনও সন্তানের অধিকার পাইনি।

এর আগে, ২০২০ সালের ১৩ ডিসেম্বর কক্সবাজারের উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদিকে পিতা দাবি করে আদালতে মামলা করেন ইসহাক নামের এই যুবক। পাশাপাশি সাবেক এই এমপিকে পিতা প্রমাণে আদালতের কাছে ডিএনএ টেস্টের দাবিও করেন তিনি।

আরএইচ/এটিএম

Exit mobile version