Site icon Jamuna Television

উচ্চ তাপমাত্রায় ২০৫০ সাল নাগাদ ক্ষতি হবে জিডিপির ৭ ভাগ

উচ্চ তাপমাত্রার বিরূপ প্রভাব সাড়ে ১৩ কোটি মানুষের জীবনে। ব্যাহত হচ্ছে কৃষি, স্বাস্থ্য ও উৎপাদনশীলতা। এ প্রবণতা চললে আগামী ৩২ বছরে ক্ষতি হবে জিডিপির ৬.৭ ভাগ। সকালে দক্ষিণ এশিয়ার জলবায়ু নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য।

বলা হয়, সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়বে কক্সবাজার ও বান্দরবানে। এসব এলাকার ১৮ ভাগ মানুষের জীবনমান কমবে। ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের সার্বিক তাপমাত্রা বাড়বে ১ থেকে দেড় ডিগ্রি সেলসিয়াস। উপকূলীয় অঞ্চলে কর্মহীন হবে অনেক মানুষ।

সফররত বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শ্যাফার বলেন, সংকট মোকাবেলায় কৃষি নির্ভর পেশা থেকে সরিয়ে আনতে হবে মানুষকে। বিকল্প কর্মসংস্থান তৈরিতে অর্থায়ন করবে বিশ্বব্যাংক। অর্থমন্ত্রী বলেন, বৈরি পরিবেশের সাথে লড়াই করেই অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন শ্রমজীবীরা। তাই বিনিয়োগ কমার আশঙ্কা নেই।

Exit mobile version