Site icon Jamuna Television

চট্টগ্রাম বিমানবন্দরে ইউএস বাংলা বিমানের জরুরি অবতরণ

ঢাকা থেকে কক্সবাজারগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বোয়িং’র চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। জানা গেছে যাত্রীরা সবাই নিরাপদে আছেন।

ইউএস বাংলা এয়ার লাইনস এর বোয়িং ৭৩৭ পাইলট ছিলেন ক্যাপ্টেন জাকারিয়া। টেকনিক্যাল সমস্যার কারণে এই জরুরি অবতরণ করা হয়। নোজ হুইল ছাড়াই দক্ষতার সাথে কোন দুর্ঘটনা ছাড়াই অবতরণ করা হয় বিমানটিকে।

এর আগে এবছরের ২৪ মার্চও মালয়েশিয়াগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

উল্লেখ্য, ১২ মার্চ দুপুরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগমুহূর্তে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বিমানটিতে ৩৬ বাংলাদেশিসহ ৭১ আরোহী ছিলেন। এর মধ্যে ২৬ বাংলাদেশিসহ ৫১ জন নিহত হন।

Exit mobile version