Site icon Jamuna Television

টঙ্গীতে কাভার্ডভ্যানে আগুন

গাজীপুরের টঙ্গীতে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে মেঘনা রোড এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, তারা রাত সোয়া ১০টার সময় আগুনের খবর পায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে, সকাল ১০টার দিকে গাজীপুর জেলার কাশিমপুরের জিরানী বাজার এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তার আগে, সকাল সোয়া ৬টার দিকে সিটি করপোরেশনের ঝাজর এলাকায় ঢাকা বাইপাস মহাসড়কে দু’টি কাভার্ডভ্যানে আগুন দেয়া হয়।

/আরএইচ/এনকে

Exit mobile version