Site icon Jamuna Television

পণ্যবোঝাই ট্রাক উল্টে মা-মেয়ে নিহত

বগুড়া ব্যুরো
বগুড়ার শাজাহানপুরে রডবোঝাই ট্রাক উল্টে মা-মেয়ে নিহত হয়েছেন। বুধবার দুপুরে শাজাহানপুর উপজেলার ফটকি সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পণ্যবোঝাই ওই ট্রাকে করে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে যাচ্ছিলেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম জানান, বগুড়া-রংপুর মহাসড়কের ফটকি সেতুর কাছাকাছি এসে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে রডবোঝাই ট্রাকটির। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সেতুর নিচে পড়ে যায়। স্থানীয়রা সেখান থেকে ট্রাকচালকসহ চারজনকে আহত অবস্থায় উদ্ধার করলেও ট্রাকের কেবিনে থাকা জাহেদা ও সামিনা নামের দুই নারী নিচে চাপা পড়ে মারা যান। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, রিকশাচালক কাইয়ুম কম ভাড়ায় ওই ট্রাকে করে ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে ঠাকুরগাঁওয়ে যাচ্ছিলেন। নিহত জাহেদা তার স্ত্রী ও সামিনা তার মেয়ে।

Exit mobile version