Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রকে ‘দ্বিমুখী’ আখ্যা কিমের

যুক্তরাষ্ট্রকে ‘দ্বিমুখী’ আখ্যা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। স্পষ্টভাবে জানিয়ে দেন, সার্বভৌমত্ব ইস্যুতে কখনোই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করবেন না তারা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ এ তথ্য জানায়।

উত্তর কোরিয়ার রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেন, কোরিয়ার উপদ্বীপে সামরিক কর্মকাণ্ডের পর আবার পিয়ংইয়ংকে আলোচনার প্রস্তাব, যুক্তরাষ্ট্রের দ্বিচারিতার প্রমাণ। এ সময় অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে স্বেচ্ছাচারী আচরণ বলেও আখ্যা দেন তিনি।

চলতি সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনে অংশ নেন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার প্রতিনিধিরা। নিজেদের সামরিক তৎপরতাকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দাবি করে দু’দেশই।

/এমএইচ

Exit mobile version