Site icon Jamuna Television

র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলের পতন, শীর্ষে আর্জেন্টিনা; আগের অবস্থানেই বাংলাদেশ

সময়টা ভালো যাচ্ছেনা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ঘরের মাঠে আর্জেন্টিনার কাছে হারের ক্ষত না শুকোতেই এসেছে আরেক দুঃসংবাদ। ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে পাঁচ নম্বরে নেমে গিয়েছে তারা। তবে শীর্ষস্থান ধরে রেখেছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। আর বাংলাদেশ আছে আগের অবস্থানেই।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ফুটবলের নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দেখা যায়, বিশ্বকাপ বাছাইপর্বের সবশেষ দুই ম্যাচে হেরে দুই ধাপ পিছিয়ে তিন নম্বর থেকে এখন পাঁচ নম্বরে সেলেসাওরা। অন্যদিকে পাঁচ পয়েন্ট কমলেও শীর্ষেই আছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

অপরিবর্তিত আছে ফ্রান্সের অবস্থান। দুই নম্বরে আছে দিদিয়ের দেশমের দল। তবে তিনে উঠে এসেছে ইংল্যান্ড। আর বেলজিয়াম আছে চার নম্বরে।

এদিকে পয়েন্ট বাড়লেও বাংলাদেশের অবস্থান অপরিবর্তিতই রয়েছে। তারা আছেন ১৮৩ নম্বরে।

বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারলেও শক্তিশালী লেবাননের সঙ্গে ১-১ গোলে ড্র করে জামাল-মুরসালিনরা। ফলে ৪ দশমিক ১৫ পয়েন্ট বেড়েছে বাংলাদেশের।

/এমএইচ

Exit mobile version