Site icon Jamuna Television

আরও ৮ জিম্মিকে মুক্তি দিলো হামাস, ইসরায়েল ছাড়লো ৩০ জনকে

গাজায় যুদ্ধবিরতির সপ্তম দিনে আরও ৮ জিম্মিকে মুক্তি দিলো হামাস। মুক্তিপ্রাপ্তদের সবাই ইসরায়েলি নাগরিক। বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পেলো ৩০ ফিলিস্তিনি। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুই দফায় তাদের মুক্তি দেয়া হয়। প্রথমে দুই নারীকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস। পরে মুক্ত হয়েছেন বাকি ছয়জন। ইসরায়েলে পৌঁছালে তাদের শারীরিক পরীক্ষা হয়।

অপরদিকে, মধ্যরাতে মুক্তি দেয়া হয় ফিলিস্তিনিদের। মুক্তিপ্রাপ্তদের মধ্যে বেশ কয়েকজন কিশোর রয়েছে। কাতার ও মিসরের মধ্যস্থতায় গেলো শুক্রবার প্রথম দফায় ৪ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয় গাজায়। পরে আরও দু’দিন বাড়ানোর পর তৃতীয় দফায় মেয়াদ বাড়ে আরও ২৪ ঘণ্টা।

/এমএন

Exit mobile version