Site icon Jamuna Television

হামাসের বিরুদ্ধে ইসরায়েলে রকেট ছোড়ার অভিযোগ

যুদ্ধবিরতির মধ্যেই গাজা থেকে ইসরায়েলে রকেট ছোড়ার অভিযোগ উঠেছে। গত এক সপ্তাহের মধ্যে বিবদমান দুই পক্ষের মধ্যে প্রথমবার ঘটলো হামলার ঘটনা। খবর এপির।

তেল আবিবের অভিযোগ, হামাসের ছোড়া এই রকেট আয়রন ডোমের মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। এর আগে, গাজার সীমান্তবর্তী এলাকাগুলোতে বাজানো হয় সতর্কতা সাইরেন।

তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটির দাবি, ভুলবশত এই হামলার ঘটনা ঘটেছে। পরে গাজার উত্তরাঞ্চলেও বোমা ও গুলিবর্ষণের শব্দ শোনা গেছে। এছাড়া আকাশে উড়তে দেখা গেছে ইসরায়েলের ড্রোন ও ফাইটার জেট।

/এমএন

Exit mobile version