Site icon Jamuna Television

‘নির্বাচনে ৮০ হাজার অস্ত্রধারীসহ ৫ লাখ আনসার সদস্য মোতায়েন’

গাজীপুর প্রতিনিধি
আগামী জাতীয় নির্বাচনে ৮০ হাজার অস্ত্রধারীসহ প্রায় পাঁচ লাখ আনসার সদস্য মোতায়েন করা হবে এবং এই লক্ষে তাদেরকে প্রশিক্ষিত করা হয়েছে বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ। তিনি আজ সকালে গাজীপুরের আনসার ও ভিডিপি একাডেমীতে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) ১ম ধাপ এর সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন আগামী দুর্গা পূজায় প্রায় দেড় লাখ আনসার সদস্য সারাদেশের পূজামন্ডপগুলোতে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নূরুল আলম, একাডেমীর কমান্ড্যান্ট এ কে এম মিজানুর রহমানসহ বাহিনীর বিভিন্ন স্থরের সদস্যরা।

কুচকাওয়াজ শেষে তিনজন কৃতি প্রশিক্ষণার্থীকে প্রধান অতিথি পুরষ্কার প্রদান করেন। উক্ত প্রশিক্ষণে মোট ১১৮৯ জন সাধারণ আনসার প্রশিক্ষণার্থী মোট ১০ সপ্তাহ মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

Exit mobile version