Site icon Jamuna Television

রাজধানীতে ৫ দিনের জোড় ইজতেমা শুরু

রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরে শুরু হয়েছে জোড় ইজতেমা। আজ শুক্রবার (১ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয়েছে এ কার্যক্রম। চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।

জোড় ইজতেমায় দেশের ৬৪ জেলা থেকে মুসল্লিরা সমবেত হয়েছেন। যারা তাবলীগের তিন চিল্লা বা চার মাস সময় ব্যয় করেছেন, তাদের পুর্নমিলনী এই ইজতেমা। এখানে কালেমা, নামাজ, হালালভাবে দ্বীনের রাস্তায় আমল শিক্ষা করার জন্য তাবলীগের সাথীরা এক হয়েছেন।

তাবলীগের সাথীরা জানান, মানুষকে দ্বীন শিক্ষা দেয়া এবং দ্বীন প্রচার করার জন্য তারা আল্লাহর রাস্তায় এসেছেন। এখানে যারা সমবেত হয়েছেন, তারা মাওলানা যোবায়েরের অনুসারী।

বিশ্ব ইজতেমার প্রস্তুতির অংশ হিসেবে জোড় ইজতেমার অংশ নিচ্ছেন মুসল্লিরা। নিজেদের বিভিন্ন আমলের অভিজ্ঞতা বিনিময় করছেন চিল্লার সাথীরা।

/এমএন

Exit mobile version