Site icon Jamuna Television

অবশেষে মুক্তি পেলো রণবীরের ‘অ্যানিমাল’

‘অ্যানিমাল’ সিনেমার একটি দৃশ্য। ছবি: হিন্দুস্তান টাইমস।

অবশেষে মুক্তি পেয়েছে জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুরের নতুন মুভি ‘অ্যানিমাল’। সিনেমা বিশ্লেষকদের মতে, এখন পর্যন্ত যতগুলো সিনেমাতে রণবীর অভিনয় করেছেন, সবগুলো সিনেমার মধ্যে ‘অ্যানিমাল’ মুভিটি এক ও অদ্বিতীয়। শুক্রবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরের প্রথম দিনেই ভারতের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে এই সিনেমাটি।

এদিকে, সিনেমাটি মুক্তির প্রথম দিনেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই লিখেছেন ‘অ্যানিমাল’ শুধু ব্লকবাস্টার নয়, একটি মেগা ব্লকবাস্টার মুভি হতে চলেছে।

অ্যানিমাল চলচ্চিত্রটির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এর আগে, ‘অর্জুন রেড্ডি’ ও ‘কবির সিং’ সিনেমাগুলোর পরিচালনা করেন সন্দীপ। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের তোপের মুখে পড়ে সিনেমাগুলো। নারীর প্রতি আগ্রাসী মনোভাব, কিংবা ডাক্তার হয়ে অতিরিক্ত মাদক সেবন করে গুরুত্বপূর্ণ অপারেশন পরিচালনা করা, সমাজের মানুষের কাছে অনাকাঙ্ক্ষিত বার্তা পৌঁছানোর শঙ্কায় ছিলেন বহু বিশ্লেষক। সেই মন্তব্যগুলো মাথায় রেখে পরিচালক সন্দীপ রেড্ডি এবার তৈরি করেছেন ভিন্নধর্মী এক সিনেমা। সন্তান কোনো ভুল করলে পিতা-মাতা শাসন করে। কিন্তু শাসন যদি প্রয়োজনের অতিরিক্ত হয় তাহলে সন্তানের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

বামদিকে রণবীর কাপুর গুলিবিদ্ধ হয়ে রক্তাত্ত দেহ দিয়ে শুয়ে আছেন, ডানদিকে, রণবীর রশ্মিকাকে তার বাবা নিয়ে কিছু বলতে নিষেধ করছেন। ছবি: হিন্দুস্তান টাইমস।

সিনেমাটির প্রথম ট্রেলার শুরু হয় রণবীর ও রশ্মিকা মন্দানার কথোপকথন দিয়ে। রশ্মিকা রণবীরকে জিজ্ঞেস করে, সন্তান নেয়ার ব্যাপারে কিছু চিন্তা করেছো? রণবীর উত্তরে বলেন, হ্যাঁ, আমি বাবা হতে চাই। এরপরই রশ্মিকা বলেন, তুমি তোমার বাবার মতো হবে না, তাই না? এরপর রণবীর একটু রেগে রশ্মিকাকে বলেন, আমার বাবা পৃথিবীর বেস্ট বাবা, কখনো তাকে নিয়ে কিছু বলবে না। সাথে সাথেই রশ্মিকা রণবীরকে কিছু বলতে চাইলে, রণবীর তাকে চুপ করিয়ে দেন।

ঠিক তারপরই ট্রেলারটি অন্যদিকে রূপ নেয়। ‘অ্যানিমাল’ মুভিতে রণবীরের বাবার চরিত্রে রয়েছেন অনিল কাপুর। এক দৃশ্যে দেখা যায়, বাবা ছেলেকে কসে চড় মারেন, তাও আবার দু’বার। চড় মারার পর রণবীরের মাকে ডেকে বলেন, আমরা ক্রিমিনাল সন্তানকে জন্ম দিয়েছি। রণবীর বাবার মুখে এমন কথা শুনে মুচকি হাসেন।

টিজারে হঠাৎ দেখা যায় ববি দেওলকে। ছবি: হিন্দুস্তান টাইমস।

পুরো ট্রেলারটি ছিলো রণবীরকে ঘিরে। কিন্তু ভিলেন হিসেবে হঠাৎ দেখা যায় ববি দেওলকে। ট্রেলারটির মূল আকর্ষণ অনেকটা রণবীরের কাছ থেকে নিয়ে নেন ববি। এর আগে, ভিলেন চরিত্রে খুব একটা দেখা যায়নি তাকে। অনেক দিন সিনেমা থেকে দূরে ছিলেন ৯০’র দশকের অন্যতম জনপ্রিয় এই নায়ক। ‘অ্যানিমাল’ মুভিতে কাজ করার জন্য নিজের ফিটনেসের উপর অনেক কাজ করেছেন ববি।

এরপর, ঘটনাক্রমে, রণবীরকে দেখা যায় এক বিধ্বংসী লুকে। চুল দাড়ি বিশাল বড়। হাতে চাইনিজ কুড়াল নিয়ে মারছেন শত্রুদের। টিজারটির শেষের দিকে, গুলিবিদ্ধ হয়ে রক্তাত্ত দেহ দিয়ে শুয়ে আছেন রণবীর।

এদিকে, ‘অ্যানিমেল’এর গান ‘হুয়া মেয়’ ইউটিউবে প্রকাশ করা হলে ব্যাপক সাড়া ফেলে ভক্তদের মাঝে। গানে দেখা যায়, মেঘের দেশে উড়ে ককপিটের মধ্যেই এ জুটি ঠোঁটে ঠোঁট রাখেন। গানের দৃশ্যের প্রয়োজনের এমন ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে রাশমিকা লেখেন, গানটি হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় সব ভাষায়ই আমার খুব ভালো লেগেছে।

তবে মুভিটি ‘শুধু প্রাপ্তবয়স্কদের’ সার্টিফিকেট পেয়েছে এবং ‘অ্যানিমেল’এর রানটাইম ৩ ঘণ্টা ২১ মিনিট। একজন ভক্ত সিনেমাটি দেখার পর এক্সে পোস্ট করেছেন, এখন পর্যন্ত ২০২৩ সালের সেরা ছবি। অন্য একজন ভক্ত বলেন, “সন্দীপ রেড্ডি পরিচালিত গল্পটিতে আবেগ, সহিংসতা, বাবার প্রতি সন্তানের ভালবাসা, প্রেম ও বিরহ সব কিছুর মিশ্রণ রয়েছে।

/এআই

Exit mobile version