Site icon Jamuna Television

সিলেট টেস্ট জিততে শেষ দিনে টাইগারদের দরকার ৩ উইকেট

ছবি: সংগৃহীত

সিলেট টেস্ট জয়ের দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ। ৫ম ও শেষ দিনে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ৩ উইকেট। বাংলাদেশের দেয়া ৩৩২ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে তাইজুল ইসলামের স্পিন ঘূর্ণিতে মাত্র ৮১ রানেই ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারীরা। প্রথম ইনিংসে চার উইকেট নেয়া তাইজুল দ্বিতীয় ইনিংসেও বল হাতে জাদু দেখিয়েছেন। চতুর্থ দিন শেষে কিউইদের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১১৭ রান।

শুক্রবার (১ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের দেয়া ৩৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই কিউই শিবিরে আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের লেন্থ ডেলিভারি বেরিয়ে যাওয়ার সময় ছুঁয়ে যায় লাথামের ব্যাট। নুরুল হাসান সোহান সহজ ক্যাচ নিলে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় সফরকারীরা।

ক্রিজে আসেন ড্যাঞ্জারম্যান কেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে সেঞ্চুরি পেলেও দ্বিতীয় ইনিংসে উইলিয়ামসনকে বেশিক্ষণ টিকতে দেননি তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের অফ এবং মিডল স্টাম্পের উপর করা টসড আপ ডেলিভারিতে ডিফেন্স করলেও বলের লাইনে যেতে পারেননি উইলিয়ামসন। বল প্যাডে আঘাত হানতেই জোরালো আবেদন করে বাংলাদেশ, আম্পায়ারও আঙুল তুলে দেন। রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি ১১ রান করা উইলিয়ামসনের।

কেন উইলিয়ামসন ফেরার পর হেনরি নিকোলসকে বেশিক্ষণ টিকতে দেননি মেহেদী হাসান মিরাজ। ডানহাতি এই অফ স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে সুইপ করতে চেয়েছিলেন নিকোলস। তবে টপ এজ হয়ে বল সরাসরি চলে যায় শর্ট ফাইন লেগে। সেখানে দাঁড়িয়ে থাকা নাঈম হাসান ক্যাচ নিয়েছেন অনায়াসে। নিকোলসকে ফিরতে হয় ২ রানে।

উইকেটে থিতু হলেও শেষ পর্যন্ত বাংলাদেশকে উইকেট দিয়ে ফিরতে হয়েছে ওপেনার ডেভন কনওয়েকেও। তাইজুল ইসলামের অফ স্টাম্পের বাইরের লেন্থ ডেলিভারিতে একটু এগিয়ে এসে সামনের পায়ে ভর দিয়ে মিড অফের দিকে ব্লক করতে চেয়েছিলেন। তবে বল ব্যাট ছুঁয়ে প্যাডে লেগে শর্ট লেগে থাকা শাহাদাত হোসেন দিপুর হাতে চলে যায়। দিপু অনায়াসে ক্যাচ নিলে ফিরতে হয় ৭৬ বলে ২২ রান করা কনওয়েকে।

ক্রিজে এসে ইনিংস ব্র করতে পারেননি কিউই উইকেটরক্ষক ব্যাটার টম ব্লান্ডেলও। তাইজুলের লেন্থ ডেলিভারিতে পড়ে টার্ন এবং লাফিয়ে উঠা বল নুরুল হাসান সোহানের গ্লাভসে যাওয়ার আগে ব্লান্ডেলের ব্যাট ছুঁয়ে যায়। জোরালো আবেদন করতেই আঙুল তুলে দেন আম্পায়ার। মাত্র ৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন ব্লান্ডেল। তাতে করে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকছে কিউইরা।

দিনের শেষ বেলায় গ্লেন ফিলিপসকে এলবিডব্লিউ করে ফেরান স্পিনার নাইম হাসান। যদিও শুরুতে বাংলাদেশের ফিল্ডারদের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। তবে বাংলাদেশ অধিনায়ক শান্ত রিভিউ নিলে টিভি রিপ্লেতে দেখা যায় বল মিডল স্টাম্পে ইমপ্যাক্ট ও লেগ স্টাম্পে হিটিং হয়েছে। ফলে ১২ রান করে সাজঘরে ফেরেন ফিলিপস।

এরপর কাইল জেমিসনকে এলবিডব্লিউ করে দ্বিতীয় ইনিংসে নিজের চতুর্থ উইকেটের দেখা পান তাইজুল। তবে কিউইদের হয়ে একাই লড়ে গেছেন মিচেল। তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউ। চতুর্থ দিনের শেষ পর্যন্ত ৪৪ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন মিচেল। যা কিউইদের দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন তাইজুল। একটি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান ও শরীফুল ইসলাম।

/আরআইএম

Exit mobile version