Site icon Jamuna Television

দেশের সকল থানার ওসি বদলির নির্দেশ ইসির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায় কমিশন।

চিঠিতে বলা হয়, প্রথম পর্যায়ে যে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে ৬ মাসের অধিক চাকুরিকাল সম্পন্ন হয়েছে তাদের অন্য জেলায়/অন্যত্র বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে প্রেরণের অনুরোধ করা হলো।

নির্বাচনে কমিশনের উপসচিব (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়।

/আরএইচ/এটিএম

Exit mobile version