Site icon Jamuna Television

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটে এই ভূমিকম্প হয়। প্রাথমিকভাবে এর ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। এর উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৫.৫ থেকে ৮.৫ কিলোমিটারের মধ্যে ছিল।

চলতি বছরে বাংলাদেশে এখন পর্যন্ত ১০টি হালকা ও মাঝারি ধরনের ভূমিকম্প হয়েছে। তাতে জানমালের তেমন ক্ষতি হয়নি। কিন্তু ঘন ঘন দেশের ভূ-পৃষ্ঠ কেঁপে উঠায় বড় ধরনের ভূমিকম্পের আভাস পাচ্ছেন বিশেষজ্ঞরা।

/এমএন

Exit mobile version