Site icon Jamuna Television

মার্কিন কংগ্রেস থেকে জর্জ সান্তোসকে বহিষ্কার

নৈতিকতা বিরোধী কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত রিপাবলিকান পার্টির কংগ্রেস সদস্য জর্জ সান্তোসকে প্রতিনিধি পরিষদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) ভোটাভুটিতে মার্কিন কংগ্রেসের সদস্যপদ হারান তিনি। খবর রয়টার্সের।

সম্প্রতি প্রতিনিধি পরিষদের নৈতিকতা বিষয়ক কমিটির এক প্রতিবেদনে উঠে আসে, সান্তোস নির্বাচনী প্রচারের জন্য সংগৃহীত তহবিলের অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করেছিলেন। ওই অর্থ ব্যক্তিগত ভ্রমণ, সৌন্দর্য বৃদ্ধির চিকিৎসা ও বিলাসী পণ্য কেনায় ব্যয় করেন সান্তোস।

তাকে কংগ্রেস থেকে বহিষ্কারের প্রস্তাবের পক্ষে ভোট দেন ৩১১ জন সদস্য। বিপক্ষে পড়ে ১১৪ ভোট। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ষষ্ঠ ব্যক্তি হিসেবে কংগ্রেস থেকে বহিষ্কৃত হলেন সান্তোস। তাকে বহিষ্কারে রিপাবলিকান পার্টির ১০৫ জন সদস্যও ভোট দেন।

গত মে মাসে প্রতারণা, সরকারি তহবিল আত্মসাৎ, অর্থ পাচার এবং কংগ্রেসে মিথ্যা বক্তব্য দেয়াসহ ১৩টি অভিযোগে সান্তোসকে অভিযুক্ত করেন আদালত।

/এমএন

Exit mobile version