Site icon Jamuna Television

প্রার্থীর তথ্য যাচাই: ছুটির দিনেও খোলা ব্যাংকগুলোর সিআইবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ঋণ খেলাপিদের তথ্য যাচাইবাছাই করছে ব্যাংক। এজন্য আজ শনিবার (২ ডিসেম্বর) ছুটির দিনেও খোলা রাখা হয়েছে সব ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি)। আগামী দু’দিনও তাদের এ তৎপরতা চলবে।

এই নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার (৩০ নভেম্বর)। এরপর গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে যাচাইবাছাই কার্যক্রম, যা চলবে সোমবার পর্যন্ত।

আইন অনুযায়ী ঋণ খেলাপিদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। তাই মনোনয়ন পত্র দাখিলকারীদের মধ্যে কেউ খেলাপি আছে কি না তা ক্ষতিয়ে দেখছে ব্যাংকগুলো। কারো বিরুদ্ধে ঋণ খেলাপির তথ্য পেলে নির্বাচন কমিশনে পাঠানো হবে।

তবে আইন অনুযায়ী, এবার মনোনয়নপত্র বাছাইয়ের শেষদিনেও কিস্তি জমা দিয়ে ঋণ খেলাপি থেকে মুক্ত হওযার সুযোগ আছে। শেষ সময়ে টাকা জমা দিলেও প্রার্থীর সিআইবি সংশোধন করা হচ্ছে।

/এমএন

Exit mobile version