Site icon Jamuna Television

‘শান্তিচুক্তির বেশিরভাগ ধারাই বাস্তবায়ন হয়েছে’

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির মাধ্যমে তিন পার্বত্য জেলার প্রশাসনিক ও আর্থ সামাজিক ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। শান্তিচুক্তির বেশিরভাগ ধারাই বাস্তবায়ন হয়েছে এবং বাকিগুলো বাস্তবায়নের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মশিউর রহমান।

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৬ বছর পূর্তি উপলক্ষ্যে শনিবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ মন্তব্য করেন।

পার্বত্য অঞ্চলে অস্থিরতার কথা উল্লেখ করে মশিউর রহমান বলেন, স্বার্থ হাসিলের জন্য একটি মহল নানা অপকর্ম করছে। এতে কোনো সাধারণ মানুষ জড়িত নয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা উপস্থিত ছিলেন।

/এমএন

Exit mobile version