Site icon Jamuna Television

অপরাজিত চ্যাম্পিয়ন ডুফা ডায়মন্ড

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস অ্যালায়েন্স ডুফার উদ্যোগে গতকাল ১ ডিসেম্বর ২০২৩ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে দিন ব্যাপী হয়ে গেল ডুফা ফুটবল লীগ ২০২৩ এর তৃতীয় আসর। ডুফা ডায়মন্ড, ডুফা ডায়নামাইট , ডুফা এভারগ্রীন এবং ডুফা চ্যালেঞ্জারস দল অংশগ্রহণ করেছিল এই আসরে।

লীগ পর্যায়ে সকল দল একে অপরের সাথে মোকাবেলা করে। পয়েন্ট তালিকায় শীর্ষ দু’দল ডুফা ডায়মন্ড এবং ডুফা চ্যালেঞ্জার্সের মাঝে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে ডুফা চ্যালেঞ্জার্সকে ২-০ গোলে পরাজিত করে তৃতীয় আসরের অপরাজিত চ্যাম্পিয়ন হয় ডুফা ডায়মন্ড।

দিনের শুরুতে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হোসেন এমিলি টুর্নামেন্ট উদ্বোধন করেন এবং জীবন্ত কিংবদন্তি জাতীয় দলের সাবেক স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করেন রংধনু প্রোপারটিস লিমিটেড।

Exit mobile version