Site icon Jamuna Television

বলিউডে অভিষেক শাহরুখকন্যার, অভিনয়ের পাশাপাশি গেয়েছেন গানও

'দি আর্চিজ' সিরিজের পোস্টারে শাহরুখকন্যা সুহানা খান। ছবি: টাইমস অব ইন্ডিয়া।

জোয়া আখতারের ‘দি আর্চিজ’ সিরিজের মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন শাহরুখকন্যা সুহানা খান। আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত এই সিরিজ। তবে শুধু অভিনেত্রী হিসেবে নয়, গায়িকা হিসেবেও অভিষেক হতে চলেছে সুহানার। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, ‘দি আর্চিজ’ সিরিজে একটি গানও গেয়েছেন শাহরুখকন্যা। ক্যারিয়ারের শুরুতেই অভিনয়ের সাথে গান গেয়ে চমক দেখালেন সুহানা।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি সেই গানের একটি অংশ পোস্ট করে সুহানা লেখেন, আমি আমার জীবনের প্রথম গান গাইলাম। জোয়া আখতার ও শঙ্কর মহাদেবনকে ধন্যবাদ আমাকে এই সুযোগ দেয়ার জন্য।

‘জাব তুম না থি’ গানে সুহানার কণ্ঠের পাশাপাশি আছেন জাভেদ আখতারসহ আরও অনেকে। গানটির সুর করেছেন বলিউডের জনপ্রিয় সুরকারের দল শঙ্কর-এহসান-লয়।

/এআই

Exit mobile version