Site icon Jamuna Television

চট্টগ্রামে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ, কাল বৈধ-অবৈধ তালিকা প্রকাশ

চট্টগ্রামের ১৬টি আসনের মনোনয়ন জমা দেয়া ১৫১ জন প্রার্থীর তথ্যের প্রাথমিক যাচাই বাছাই কাজ শেষ। আগামীকাল চট্টগ্রামের দুই রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্রের বৈধতা এবং অবৈধতা ঘোষণা করা হবে।

শনিবার (২ ডিসেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো শুরু হয় মনোনয়ন পত্র যাচাই বাছাই। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন, পুলিশ, বাংলাদেশ ব্যাংক, আয়কর বিভাগসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। যাচাই করে দেখা হয়, হলফনামায় দেয়া প্রার্থীর মামলা, আয়কর, ঋণ খেলাপি এবং বিল খেলাপির তথ্য। যাচাই বাছাই শেষে কারও মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করা হলে, ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে আপিল করতে পারবেন ওই প্রার্থী।

১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে এই আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, পরদিন প্রতীক বরাদ্দ করা হবে।

এটিএম/

Exit mobile version