Site icon Jamuna Television

পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ টেকনাফে

টেকনাফের সাবরাং সীমান্ত এলাকায় পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১ ডিসেম্বর) এসব অভিযান চালানো হয়। এ সময় ১ কেজি ৫৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ২ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফের সাবরাং সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। পরে সেখানে অভিযান চালালে মাদক কারবারিরা পালিয়ে যায়। এ সময় সেখানে পড়ে থাকা ৪টি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

তিনি আরও জানান, একইদিনে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সীমান্তে শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাদককারবারিরা অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১ কেজি ৫৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

/আরএইচ

Exit mobile version