Site icon Jamuna Television

দেশকে গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন করেছে আ. লীগ: রিজভী

দেশকে চরম সংকটে ফেলেছে সরকার, বিচ্ছিন্ন করেছে গণতান্ত্রিক বিশ্ব থেকে। এমন আভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির সিনিয়র এই নেতা। রোববার ভোর থেকে শুরু হওয়া বিএনপিসহ সমমনা দলগুলোর অবরোধ সফল করারও আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, আওয়ামী লীগ দেশটিকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছে। এরা শুধু অর্থনৈতিকভাবে দেশটিকে দেউলিয়া করেনি, দেশ এবং জাতির স্বাধীনতাও বিপন্ন করে দিয়েছে। অভাবের তাড়নায় অর্ধাহারে অনাহারে কাটছে স্বল্প আয়ের মানুষের দিনকাল।

নির্বাচনে শেখ হাসিনার ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রের প্রায় দুই হাজার কোটি টাকা শ্রাদ্ধ করার আয়োজন চলছে বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, জনগণের এই বিপুল পরিমাণ অর্থ বিনষ্টের হিসাব সিইসিকে দিতে হবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে সরকারের মন্ত্রীরা বলতে শুরু করেছে এই পাতানো নির্বাচন হবে কিনা তা নিয়ে তারা সন্দিহান। দেশের ১৮ কোটি মানুষ নির্বাচন হতে দেবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন দেশের মাটিতে করা সম্ভব না বলেও দাবি করেন বিএনপির এই সিনিয়র নেতা।

এ সময় সংসদ ভেঙে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান রিজভী।

এএস/

Exit mobile version