Site icon Jamuna Television

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, আহত ২

ছবি: সংগৃহীত।

রাজধানীর ফার্মগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা চালকসহ দুইজন আহত হয়েছেন। শবিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ফার্মগেটের সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর এমদাদুল হক খান (৫৬) এবং সামিট গ্রুপের ইঞ্জিনিয়ার নাজমুস শাহাদাত প্রতীক (৩৮)। আহত ২ জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনার পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, আশপাশের কোনো ভবন থেকে ককটেলটি ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের একটি টিম ঘটনাস্থলে কাজ করছে বলেও জানান তিনি।

এএস/

Exit mobile version