Site icon Jamuna Television

গাবতলীতে বাসে আগুন

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় পদ্মা লাইন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২ ডিসেম্বর) রাত ১১টার দিকে টার্মিনালের প্রধান সড়কের অবস্থানরত একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পদ্মা লাইন পরিবহনের নাসটি রাস্তায় দাঁড়িয়ে ছিল। আশেপাশে মানুষজন থাকা সত্ত্বেও এ ঘটনা ঘটে। খবর পেয়ে কল্যাণপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি গাবতলী-পাটুয়াটুলি রুটে চলাচল করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রকিবুল হাসান।

এ ব্যাপারে দারুস সালাম থানার ওসি আমিনুল বাশার বলেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি। হতাহতের কোন খবরও পাওয়া যায়নি। তিনি আরও জানান বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এএস/

Exit mobile version