বিশ্বকাপ চলাকালীন জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমদেকে চড় মারার অভিযোগ তদন্ত চেয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) অ্যাডভোকেট নাহিদুর রহমান নোটিশটি পাঠান।
চড় মারা ঘটনা প্রমাণিত হলে বিসিবিকে অভিযুক্ত জাতীয় দলের প্রধান কোচ হাথুরু সিংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে নোটিশে।

