Site icon Jamuna Television

ফিলিস্তিনিদের জন্য ৬২ টন ত্রাণ নিয়ে মিশরে কাতারের সশস্ত্র বাহিনী

৬২ টন ত্রাণ নিয়ে মিশরের এল আরিশে পৌঁছেছে কাতারের সশস্ত্র বাহিনী। ছবি: আল জাজিরা।

ফিলিস্তিনিদের জন্য গাজায় ৬২ টন মানবিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে কাতার। রোববার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, গাজায় ত্রাণ বহনকারী দুটি বিমান নিয়ে মিশরের এল আরিশে পৌঁছেছে কাতারের সশস্ত্র বাহিনী।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট, কাতার রেড ক্রিসেন্ট সোসাইটি এবং কাতার চ্যারিটি দ্বারা এই সহায়তা প্রদান করা হয়েছে।

এর আগে, কাতারের সর্বশেষ ত্রাণবাহী বিমানটি মোট ১ হাজার ১৯২ টন ত্রাণ সহায়তা নিয়ে গাজায় পৌঁছায়।

/এআই

Exit mobile version