Site icon Jamuna Television

ফিলিপাইনের ক্যাথলিক সমাবেশে বিস্ফোরণ, নিহত ৪

ফিলিপাইনের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির জিমনেশিয়ামে হয় এই বিস্ফোরণ। ছবি: গেটি ইমেজ।

ফিলিপাইনের এক ক্যাথলিক সমাবেশে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে চার জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় অর্ধশত। এদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে দক্ষিণ ফিলিপাইনে মারাওয়ি’র মিন্দানাও স্টেট ইউনিভার্সিটির (এমএসইউ) একটি জিমনেশিয়ামে হয় এ ঘটনা।
স্থানীয় সশস্ত্র গোষ্ঠী ‘দৌলাহ ইসলামিয়া মওত’ এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
গত শুক্রবার, গোষ্ঠীটির সাথে ব্যাপক সংঘর্ষ হয় পুলিশের। এতে নিহত হয় সংগঠনটির ১১ জন সদস্য। তারই প্রতিশোধস্বরূপ হতে পারে এই হামলা।
এদিকে, এমন হামলাকে বিবেকহীন ও জঘন্য বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট। হামলার পেছনে বিদেশী জঙ্গি সংগঠনগুলোর মদদ থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

/এআই

Exit mobile version