Site icon Jamuna Television

নাশকতার মামলায় জামিন পেলেন বিএনপি নেতা দুলু

ফাইল ছবি

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার (৩ ডিসেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুলুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

গত ১৮ অক্টোবর পুলিশের ওপর হামলার ঘটনায় বাড্ডা থানায় দায়ের করা মামলার শুনানি শেষে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 

এদিন আসামিদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক রিপন মিয়া। তাদের মধ্যে দুলুকে কারাগারে আটক এবং অপর ১১ আসামির প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

/এনকে

Exit mobile version