Site icon Jamuna Television

কক্সবাজার-১ আসনে নৌকার প্রার্থী সালাহ উদ্দীনের মনোনয়ন বাতিল

ফাইল ছবি

কক্সবাজার করেসপন্ডেন্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী সালাহ উদ্দীন আহমদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই করে এ ঘোষণা দেন জেলা রির্টানিং কর্মকর্তা ও কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান।

জেলা প্রশাসক জানান, বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে ঋণ খেলাপি হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী সালাহ উদ্দীন আহমদের মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। তবে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে তিনি আপিল করতে পারবেন।

নৌকার প্রার্থী সালাহ উদ্দীন আহমদ বলেছেন, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে ঋণ খেলাপি দেখানোর বিষয়টি সত্য নয়। তিনি ঋণ খেলাপি না। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করবেন।
/এনকে

Exit mobile version