Site icon Jamuna Television

বেনাপোলে আটকে আছে ভারত থেকে আমদানি করা আলু

বেনাপোল করেসপনডেন্ট:

ব্যাংক ক্লিয়ারেন্সের কাগজপত্র না থাকায় ভারত থেকে আমদানি করা আলুর চালান বেনাপোল বন্দরে আটকে আছে। রোববার (৩ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম।

তিনি বলেন, কাগজপত্রের সমস্যার কারণে ভারত থেকে আমদানি করা আলু আনতে পারছে না আমদানিকারক। শুল্কায়ন ও কাস্টমসের কাগজপত্র জমা দিলে বন্দর কর্তৃপক্ষ আমদানি করা আলুর চালানটি খালাস করে দেবে।

এদিকে, আমদানিকারকের তরফ থেকে ব্যাংক ক্লিয়ারেন্সের কোনো কাগজপত্র পায়নি বলে জানিয়েছে সিএন্ডএফ এজেন্ট। তবে আগামীকাল সোমবারের মধ্যে সব কাগজপত্র দাখিল করে আলুর চালান খালাস করার সম্ভাবনা রয়েছে।

এএস/

Exit mobile version