Site icon Jamuna Television

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার বিকালে বলদিয়া সীমান্তে তোরশা নদীতে মাছ ধরার সময় বিএসএফের গুলিতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে বিজিবি।

নিহত জাহাঙ্গীর হোসেন (৩২) বলদিয়া ইউনিয়নের মংলারকুটি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

কুড়িগ্রাম-৪৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আউয়াল উদ্দিন আহমেদ জানান, বিকাল সাড়ে ৫টার দিকে গুলিবিদ্ধ জাহাঙ্গীরকে স্থানীয়রা উদ্ধার করে ভুরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর সীমান্তে টহল জোরদার করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

ডাক্তাররা জানিয়েছেন, হাসপাতালে নেয়ার আগেই জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে। তার বাম হাত ও পাঁজরে গুলি লেগেছে।

Exit mobile version