Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৭ শতাধিক রোগী

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে রোববার (৩ ডিসেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪২ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৫৬ জন এবং ঢাকার বাইরের ৫৮৬ জন। আর মৃতদের মধ্যে ঢাকার বাসিন্দা ২ জন এবং ঢাকার বাইরের ১ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ৩ লাখ ১৩ হাজার ৭০৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৮ হাজার ২৬৯ জন। আর ২ লাখ ৫ হজার ৪৩৭ জন ঢাকার বাইরের। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩ লাখ ৯ হাজার ১০৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ঘটেছে ১ হাজার ৬৩২ জনের।

এসজেড/

Exit mobile version