Site icon Jamuna Television

সন্ধ্যায় বৈঠকে বসছে আ. লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বৈঠকে বসছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। এতে সভাপতিত্ব করবেন জোটের প্রধান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের শরিকদের সঙ্গে আসন বণ্টন নিয়ে আলোচনা হবে। এছাড়া, বৈঠকে ক্ষমতাসীন দলটির সাথে জোটগত নির্বাচনের বিষয়েও আলোচনার কথা রয়েছে।

এ সময় জোটের ভেতরে নানা দর কষাকষি হতে পারে বলে জানিয়েছেন দলটির নেতারা।

/আরএইচ

Exit mobile version