Site icon Jamuna Television

তানজানিয়ায় বন্যা ও ভূমিধসে ৪৭ জনের প্রাণহানি

ছবি: রয়টার্স।

তানজানিয়ার উত্তরাঞ্চলে বন্যার ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ৪৭ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও ৮৫ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভারী বৃষ্টিপাতের জেরে এই বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে।রোববার (৩ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় জেলা প্রশাসক জেনেথ মায়াঞ্জা জানান, শনিবার (২ ডিসেম্বর) রাজধানী ডোডোমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরের কাটেশ শহরে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়ে ভূমিধস ঘটে।

তানজানিয়ার উত্তরাঞ্চলের মানিয়ারা এলাকার আঞ্চলিক কমিশনার কুইন সেন্ডিগা জানান, এলাকাটির রাস্তাগুলোতে কাদামাটি, পানি, ভেঙ্গে পড়া গাছ ও পাথরে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

এদিকে, দেশটির রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান কপ-২৮ সম্মেলনে যোগ দেয়ার জন্য বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। এ পরিস্থিতির জন্য সমবেদনা জানিয়ে তিনি দুর্ঘটনা কবলিত মানুষদের উদ্ধারে আরও সরকারি প্রচেষ্টা চালানোর নির্দেশনা দিয়েছেন।

/আরএইচ/এনকে

Exit mobile version